রাজশাহী রয়্যালসকে ৭৪ রানে হারিয়েছে মাশরাফি বিন মর্তুজার ঢাকা প্লাটুন। ওপেনার তামিম ইকবাল-আসিফ আলির দুর্দান্ত ব্যাটিং, পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজের বোলিং ও অতিরিক্ত উইকেটরক্ষক জাকের আলির রেকর্ড গড়া ম্যাচে মাশরাফির দল জয় পায়।
এর মধ্যদিয়ে টানা তিন ম্যাচ জয়ের পর অবশেষে হারের স্বাদ নিতে বাধ্য হলো রাজশাহী। এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষ চারেই রয়ে গেল ঢাকা। তবে ঢাকার জয়ে উপকার হয়েছে খুলনা টাইগার্সের। রাজশাহী হেরে যাওয়ায় পয়েন্ট টেবিলের দ্বিতীয় পজিশন থেকে তিনে নেমে গেছে। খুলনার সঙ্গে সমান ১০ পয়েন্ট নিয়েও রান রেটে পিছিয়ে থাকায় অবনমন হয়েছে রাজশাহী। দুইয়ে উঠে গেল মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন খুলনা টাইগার্স।
বিডি-প্রতিদিন/শফিক