ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী চলমান ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল মির্জাপুরের গোড়াইয়ের আলোকিত হৃদয় স্কুলের প্লে থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা।
আজ সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্কুল প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।
'NO Work, NO School’ স্লোগান তুলে ধরে শিক্ষার্থীরা বিশ্বজুড়ে চলমান ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। তারা ‘The word for Gaza’, ‘Stop war’, ‘Stop Genocide’ ইত্যাদি বার্তা সংবলিত ব্যানার তৈরি করে তা প্রদর্শন করে। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা ছবি আঁকে, কবিতা লেখে এবং দলগত আলোচনার মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে।
আলোকিত হৃদয় স্কুলের শিক্ষকরাও শিক্ষার্থীদের এই উদ্যোগে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং কার্যক্রমে সহায়তা করেন। এদিন বিদ্যালয় কর্তৃপক্ষ সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখে।
উল্লেখ্য, আলোকিত হৃদয় স্কুল ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবিষয়ে দক্ষ করে তোলা নয়, বরং তাদের মানবিক ও সামাজিক মূল্যবোধে সমৃদ্ধ করা।
বিডি প্রতিদিন/মুসা