বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গত বছরের ৪ আগস্ট আইজীবী সমিতি ভবনে হামলা, ভাঙচুর ও বিএনপিপন্থি আইনজীবীদের হত্যাচেষ্টার অভিযোগে কোতোয়ালি থানার এক মামলায় আওয়ামী লীগপন্থি ৬৪ জন আইনজীবীর জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তবে আদেশ শুনে তিনজন আদালত থেকে পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ৬১ জনকে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া অপর ১৯ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন (গালিব)-এর আদালতে ৮৩ জন আইনজীবী আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, এ মামলার এজাহারনামীয় ১১৫ আইনজীবী হাই কোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন পান। অন্তর্বর্তী জামিনের মেয়াদ ছিল আজ সোমবার পর্যন্ত। তাই জামিন পাওয়া ৮৩ জন আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেছিলেন। মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট দুপুরে আসামিরা ঢাকা আইনজীবী সমিতির সম্মুখ থেকে বেআইনি জনতাবদ্ধে আবদ্ধ হয়ে অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। আসামিরা বিএনপিপন্থি আইনজীবীদের চেম্বার ভাঙচুর ও লাখ লাখ টাকা মূল্যের মালামাল লুটপাট করে নিয়ে যায়। ভবনের কোটি টাকার ক্ষতিসাধন করে। এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি আওয়ামীপন্থি ১৪৪ আইনজীবীর বিরুদ্ধে মামলা করেন ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু।