ঝিনাইদহের শৈলকুপায় বাসের ধাক্কায় ইজিবাইকে থাকা রিপা খাতুন (২৭) নামক এক নারীর মৃত্যু হয়েছে। এসময় ওই নারীর ৬ বছরের শিশু সন্তান শেখ সোয়াদ গুরুতর আহত হয়েছে। শিশুটিকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার বিকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ভাটই বাজার এলাকার চাঁদপুরে এ ঘটনা ঘটে।
নিহত রিপা খাতুন শৈলকূপা উপজেলার শেখপাড়া সিতলীডাঙ্গা গ্রামের সোহেল শেখের স্ত্রী।
হাইওয়ে পুলিশের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, সোমবার বিকেলে রিপা খাতুন তার ছেলেকে নিয়ে ইজিবাইক যোগে ভাটই থেকে শেখপাড়া সিতলীডাঙ্গা গ্রামে যাচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি বাস ধাক্কা দিলে ইজিবাইকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে রিপা খাতুন নিহত হন।
বিডি প্রতিদিন/মুসা