ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে উত্তাল হয়ে ওঠে পঞ্চগড়। সোমবার দুপুর থেকে হাজার হাজার ছাত্র-জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা মহাসড়কে নেমে আসেন। বিক্ষোভে স্লোগানে স্লোগানে তারা বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন। পরে পঞ্চগড়ের চৌরঙ্গী মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্র-জনতা, যুব সমাজ, সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ, ছাত্র সমাজ সহ সর্বস্তরের সাধারণ জনতা বিক্ষোভে যোগদান করেন।
বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ। সেনাবাহিনীও টহল দেয়। প্রায় চার ঘণ্টার কর্মসূচি শেষে বিক্ষোভকারীরা সড়ক ছাড়লে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। সমাবেশে বক্তারা ইসরায়েলি সকল পণ্য বর্জনের ঘোষণা দেন ।
বিডি প্রতিদিন/নাজমুল