প্রিমিয়ার লিগে ২৬ ম্যাচ পর প্রথম হারের স্বাদ পেলো লিভারপুল। রবিবার রাতে উত্তেজনাপূর্ণ ম্যাচে লিগের পয়েন্ট তালিকার শীর্ষ দলটিকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে ফুলহ্যাম।
ম্যাচটি হেরে গেলেও এখনো লিভারপুল নিকট প্রতিদ্বন্দ্বী আর্সেনালের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে আছে। বর্তমানে ৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল।
ব্যবধানটা ১৪ পয়েন্ট করে নেওয়ার সুযোগ হারানো লিভারপুল আজ ম্যাচের প্রথম গোলটি পেয়েছিল। ১৪ মিনিটে অ্যালিস্টার ম্যাক অ্যালিস্টার এগিয়ে দেন লিভারপুলকে।
এরপর অবশ্য লিভারপুলের রক্ষণভাগের দুর্বলতা সুযোগ নিয়ে ঝড় বইয়ে দেয় ফুলহাম। ২৩ থেকে ৩৭-এই ১৪ মিনিটে গোল করে ফুলহামকে ৩-১ গোলে এগিয়ে দেন রায়ান সেসেগনন, অ্যালেক্স আইওবি ও রদ্রিগো মুনিজ।
এরপর লিভারপুল ফিরে আসার প্রবল চেষ্টা করেও মাত্র একটি গোলই শোধ করতে পারে। ৭২ মিনিটে লুইস দিয়াজ ব্যবধানটা ৩-২ করার পর ফুলহামের রক্ষণে গিয়েই বারবার খেই হারিয়ে হারের স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে লিভারপুল।
লিভারপুল শীর্ষে থাকলেও তাদের পারফরম্যান্সে উদ্বিগ্ন হবেন কোচ আর্নে স্লট। এখন তাদের শিরোপা নিশ্চিত করতে বাকি সাত ম্যাচ থেকে ১১ পয়েন্ট প্রয়োজন।
অন্যদিকে, ফুলহ্যাম ৪৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে এবং পঞ্চম স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে। এভাবে চললে তারা আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পেতে পারে।
বিডি প্রতিদিন/নাজিম