গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও উপর্যুপরি বিমান হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার সর্বস্তরের ছাত্র জনতা, উলামা মাশায়েখ, রাজনৈতিক,
সামাজিক ও সাংস্কৃতিক নেতাকর্মীরাসহ সর্বস্তরের তৌহিদী ও মানবতাবাদী জনগণ অংশ নেয়।
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বিক্ষোভকারীরা গাজা ও পশ্চিম তীরে চলমান বিমান হামলা এবং নৃশংসতার নিন্দা জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর আন্তর্জাতিক পদক্ষেপ দাবি করেন।
সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে বের হয় এই বিক্ষোভ মিছিল। হাতে ফিলিস্তিনি পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে হাজার হাজার ছাত্র জনতা শান্তিপূর্ণভাবে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে ‘গাজার শিশু হত্যা বন্ধ করো’, ‘ইসরায়েলি সন্ত্রাসের শেষ চাই’ ‘ফিলিস্তিনি মুক্তির সংগ্রামে আমরা আছি তোমাদের পাশে’ ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানান দেয়া হয়।
বিক্ষোভ মিছিল শেষে শহরের কাউতলি বুদ্ধিজীবী শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় বিশ্ব সম্প্রদায়ের দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান।
তারা বলেন, 'গাজার মা-বোনদের কান্না আজ বিশ্ববাসীর হৃদয়ে নাড়া দিয়েছে। আমরা বাংলাদেশের মানুষ হিসেবে
ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে দাঁড়াব।'
এসময় সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা জারির দাবি জানানো হয়।
এছাড়া একই দাবিতে জেলার আশুগঞ্জ, সরাইল, নবীনগর, কসবা, বাঞ্চারামপুর, আখাউড়া ও বিজয়নগরেও পৃথক বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা