যুক্তরাষ্ট্রের সাথে তীব্র উত্তেজনার মধ্যে ইরানের দুই শীর্ষ সেনা কমান্ডার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি পরিদর্শন করেছেন।
ইরানি সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হোসেইন দাদরাস এবং ইরানি বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়াহেদি সিস্তান ও বালুচেস্তান প্রদেশের চাবাহারে অবস্থিত শহীদ দেল হামেদ বিমান ঘাঁটি পরিদর্শন করেছেন।
দুই কমান্ডার তাদের সফরের সময় ঘাঁটির যুদ্ধ সক্ষমতা মূল্যায়ন করেছেন।
এদিকে, ইরানের সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ রেজা পুরদাস্তান বলেছেন, ইরানি সশস্ত্র বাহিনী শত্রুর যেকোনো বোকামিপূর্ণ কাজের ভয়ংকর জবাব দিতে প্রস্তুত।
পুরদাস্তান তেহরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকির বিষয়ে বলেছেন, এটি কোনও নতুন বিষয় নয়। আমরা আমাদের অঞ্চল এবং তার বাইরে সমস্ত হুমকি পর্যবেক্ষণ করি এবং সেই অনুযায়ী আমাদের মধ্যে প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক ক্ষমতার বিস্তার ঘটাবো।
তিনি আরও বলেন, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের বিজয়ের পর থেকে আমেরিকা ইরানকে হুমকি দিয়ে আসছে। তাই তেহরান এই ধরণের হুমকি নিয়ে চিন্তিত নয়। তিনি ইরানের শত্রুদের মোকাবেলায় অজেয় ইরানি সশস্ত্র বাহিনীর সম্পূর্ণ প্রস্তুত বলেও জানিয়েছেন।
ইরানি এই শীর্ষ সামরিক কর্মকর্তা বলেন, আমেরিকানরা ভালোভাবেই জানে যে তারা যদি কোনো আগ্রাসন চালানোর ইচ্ছা করে তাহলে তারা আরও তীব্র ও অনুশোচনাপ্রদ আঘাত পাবে।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল