গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, বিশ্বব্যাপী তুমুল প্রতিবাদ বিক্ষোভে ইসরায়েলের আগ্রাসী শক্তির মোকাবেলা করতে হবে।
সোমবার বিকেলে ময়মনসিংহের হলুয়াঘাট উপজেলার যুগলী ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এমরান সালেহ প্রিন্স বলেন, ফিলিস্তিনি নারী-পুরুষ, শিশু সন্তানদের ওপর বর্বরোচিত ইসরায়েলি হামলায় বিশ্ব মানবতা চুপ করে বসে থাকতে পারে না। তিনি ইসরায়েলি হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘকে সক্রিয় হওয়ার আহ্বান জানান।
সরকারের প্রতি এ বছরের মধ্যেই নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। জনগণের চাহিদা উপেক্ষা করার সুযোগ নাই। হাসিনা জনগণের চাহিদা উপেক্ষা করতে গিয়ে গণশত্রুতে পরিণত হয়েছিল। এ বিষয় মাথায় নিয়ে অন্তর্বর্তী সরকারকে কাজ করতে হবে।
কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন হলুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল ও সঞ্চালনা করেন সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবির।
বিডি প্রতিদিন/এমআই