প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে শহীদ আবু সাঈদ চত্বর পরিদর্শন করেছেন। গতকাল দুপুরে ক্যাম্পাসে প্রধান বিচারপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। এ সময় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন করেন। সে সময় তিনি শহীদ আবু সাঈদের সহপাঠী ও সতীর্থদের সঙ্গে কথা বলেন। ২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে শহীদ আবু সাঈদের বীরত্বপূর্ণ সাহস ও দেশের জন্য প্রাণ বিসর্জন দেওয়ার ঘটনা প্রত্যক্ষদর্শীদের কাছে শোনেন প্রধান বিচারপতি। এ সময় সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন প্রধান বিচারপতি।
এদিকে সকালে তিনি বিচারকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এর আগে প্রধান বিচারপতিকে রংপুর সিনিয়র জেলা জজসহ বিভিন্ন আদালতের বিচারকবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রধান বিচারপতি জেলা আদালতের কাছে একটি হাঁড়িভাঙ্গা আমগাছের চারা রোপণ করেন। এরপর তিনি জেলা জজ আদালতের বিভিন্ন বিচারকের এজলাস পরিদর্শন করেন।