সাত বছর আগে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন বলিউড তারকা আয়ুষ্মান খুরানার স্ত্রী নির্মাতা তাহিরা কাশ্যপ। নিয়মিত চিকিৎসার পর সেটি ভালোও হয়ে গিয়েছিল। তবে ফের দুঃসংবাদ।
আজ সোমবার সকালে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে সাত বছর পর ক্যান্সার ফিরে আসার কথা জানিয়েছেন তাহিরা। জানান, আবারও স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে তাহিরা লিখেছেন, ‘সাত বছর ধরে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে গিয়েছি। এবার পরীক্ষার পর দ্বিতীয়বারের মতো এটার (ক্যান্সার) অস্তিত্ব পেয়েছি।’
এর আগে ২০১৮ সালে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তাহিরা।
কেমোথেরাপি চলার সময় ন্যাড়া মাথার ছবি দিয়ে সে কথা নিজেই অনুসারীদের জানিয়েছিলেন তিনি। এরপর বিভিন্ন সময়ে ক্যান্সার নিয়ে সচেতনতা তৈরি করতে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তাহিরা।
সম্প্রতি বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ক্যান্সার আসলে আপনার মানসিক শক্তি, সামর্থ্য আর বিশ্বাসের পরীক্ষা নেয়। দ্রুত ধরা পড়লে ভালোভাবে সেরে ওঠা যায়। সরকারের পক্ষ থেকে নানা ধরনের সচেতনতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে, এটা অনেকের উপকারে আসবে।’
বিডি প্রতিদিন/মুসা