দেশের চলচ্চিত্রাঙ্গনে এমন ঈদ যেন বারবার দেখতে চাইবেন শোবিজাঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষেরাও। প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড়, টিকিট সংকট, দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া. সবমিলিয়ে দারুণ সময় পার করেছেন সিনেমা সংশ্লিষ্টরা।
এবারের ঈদে সবচেয়ে আলোচনায় এসেছে ‘দাগি’ ও ‘জংলি’। এ দুটো সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে।
ঈদের প্রথম সপ্তাহে এখনও মাল্টিপ্লেক্সসহ সিঙ্গেল স্ক্রিনে চুটিয়ে ব্যবসা করছে ‘দাগি’ ও ‘জংলি’। তাই দর্শকমহলেও স্বাভাবিকভাবে সিনেমাগুলোর আয় নিয়ে জানার আগ্রহ তৈরি হয়েছে।
যেহেতু বাংলাদেশে কোনো বক্স অফিস কালেকশনের রেকর্ড নেই, সে হিসেবে সিঙ্গেল স্ক্রিন থেকে ঈদে মুক্তির ৫ম দিন পর্যন্ত কোন সিনেমা কত টাকা আয় করেছে তা সহজে জানার খুব একটা সুযোগ নেই।
তবে চলচ্চিত্র বিশ্লেষক তানভীর খালেদের দেওয়া তথ্যমতে ঈদের সিনেমাগুলোর মাল্টিপ্লেক্স থেকে ৫ম দিনের আয় জানা যাচ্ছে। বাংলাদেশ প্রতিদিনের পাঠকদের জন্য সেই আয়ের সংখ্যাগুলো তুলে ধরা হলো:
দাগি
আয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে আফরান নিশোর ‘দাগি’। প্রতিদিনই মাল্টিপ্লেক্সে এর আয়ের পরিমাণ বেড়েছে। ৫ম দিনেও সিনেমাটি আয় করেছে প্রায় ৩২ লাখ টাকা। নিশো-তমা মির্জার এই সিনেমার ৫ দিনে মাল্টিপ্লেক্স থেকে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা।
মাল্টিপ্লেক্স ছাড়াও দেশের বেশ কিছু সিঙ্গেল স্ক্রিনেও মুক্তি পেয়েছে ‘দাগি’। চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিনেমার আয় ইতোমধ্যেই দুই কোটি টাকা ছাড়িয়েছে।
জংলি
সিয়াম আহমেদের ‘জংলি’ ছিল ঈদের অন্যতম আলোচিত সিনেমা, তবে শো পায়নি পর্যাপ্ত। ৫ম দিনে মাত্র ৭টি শো পেয়েছে সিনেমাটি। তবুও সব শো ছিল হাউসফুল। ৫ম দিনে মাল্টিপ্লেক্সে সিনেমাটি আয় করেছে প্রায় সাড়ে ৬ লাখ টাকা। আর ৫ দিন শেষে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৩৭ লাখ টাকা।
শো কম থাকায় দর্শকদের মধ্যে হতাশাও দেখা গেছে, কারণ চাহিদা ছিল অনেক বেশি।
বরবাদ
চতুর্থ দিনের তুলনায় ঈদের ৫ম দিনে বরবাদের গ্রস কালেকশন কিছুটা কমেছে। সিনেমাটি ৫ম দিনে মাল্টিপ্লেক্সের ৫০টি শো থেকে আয় করেছে ৫৫ লাখ ৪০ হাজার টাকা। ৫ দিনে মাল্টিপ্লেক্স থেকে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা। স্টার সিনেপ্লেক্সে শো বাড়ানো হয়েছে, আশা করা হচ্ছে ৬ষ্ঠ দিন শেষে বরবাদের আয় ৩ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
চক্কর ৩০২
মোশাররফ করিম অভিনীত এই সিনেমা ৫ম দিনে মাল্টিপ্লেক্সে ৪টি শো থেকে ৪ লাখ টাকা আয় করেছে। মোট আয় দাঁড়িয়েছে ২৭ লাখ টাকা।
জ্বিন ৩
নুসরাত ফারিয়া অভিনীত এই সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে বেশি শো পেয়েছে। ৫ম দিনে আয় ছিল সাড়ে ৩ লাখ টাকা, আর মোট আয় দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৮ লাখ টাকা।
বিডি প্রতিদিন/আশিক