জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নতুন সচিব হিসেবে ইডেন মহিলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. সাহতাব উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। একই প্রজ্ঞাপনে শিক্ষা প্রশাসনের আরও কয়েকজনকে বদলি করে নতুন পদায়ন দেওয়া হয়েছে।
এর মধ্যে পরিদর্শন ও নিরীক্ষা অধিপ্তরের (ডিআইএ) সহকারী শিক্ষা পরির্দশক শেখ নুরুন্নাহারকে সিলেট সরকারি মহিলা কলেজে বদলি করা হয়েছে।
এছাড়া যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের হিসাব শাখার উপ-পরিচালক সহযোগী অধ্যাপক ড. এ এস এম রফিকুর রহমানকে যশোরের সরকারি টিচার্স ট্রেনিং কলেজে, কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক রীতা চক্রবর্তীকে নোয়াখালী সরকারি কলেজে ও একই বোর্ডের উপ-সচিব এ কে এম সাহাব উদ্দিনকে নোয়াখালী সরকারি কলেজে বদলি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ