গাজায় মুসলমানদের ওপর চলমান বর্বরোচিত হামলার প্রতিবাদে জানিয়ে ‘নো ওয়ার্ক’ কর্মসূচি ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদ্দিন।
গাজাবাসীর প্রতি সহমর্মিতা ও সমবেদনা জানিয়ে শিক্ষক সমিতি আজ সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সংহতি সমাবেশের ডাক দিয়েছে। একইসঙ্গে গাজার মানুষের আহ্বানে সাড়া দিয়ে ‘নো ওয়ার্ক’ কর্মসূচি পালনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছউদ্দিন বলেন, গাজায় মুসলমানদের ওপর এ বর্বরোচিত হামলা সহ্য করা যায় না। আমরা গাজাবাসীর প্রতি সহমর্মিতা জানিয়ে এ কর্মসূচি নিয়েছি। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমাদের এ উদ্যোগে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানাচ্ছি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ