আফগান অলরাউন্ডার রশিদ খান ক্রিকেট দুনিয়ায় এবার 'ক্যামেল' ব্যাট এনে শোরগোল ফেলে দিলেন। বছর শেষে রশিদ খানের 'ক্যামেল' ব্যাট দেখে অবাক ক্রিকেটমহল।
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে অদ্ভুত ডিজাইনের ব্যাট নিয়ে খেললেন তিনি। ব্যাটের আকৃতি অনেকটা উঠের পিঠের মতো। ওই ব্যাট দিয়ে ১৬বলে ২৫রান করেন রশিদ খান। আফগান অলরাউন্ডারের বিধ্বংসী ইনিংসের সুবাদেই বিগ ব্যাশ লিগে ম্যাচও জেতে অ্যাডিলেড স্ট্রাইকার্স।
ক্যামেল ব্যাট দিয়েই আইপিএল মাতানোর জন্য এই তারকা অলরাউন্ডারকে অনুরোধ জানিয়েছে তার দল হায়দরাবাদ।
অনেক রকম ব্যাটই দেখেছে ক্রিকেটবিশ্ব। টি-টোয়েন্টি ক্রিকেটের জমানায় ম্যাথু হেডেনের 'মঙ্গুস' ব্যাটও দেখেছেন ক্রিকেটপ্রেমীরা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ