রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- রুবেল, মুরাদ, মিরাজ, জাবেদ, সাম, মুনসুর, আরিফ, মন্টি পাটোয়ারী, জামিল, সজল, রাশেদ, শোয়েব, তাহিদুল, মাহাফুজ ও আরিফ। এদের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নয়জন, দ্রুত বিচার আইনে দুজন, ডিএমপির মামলায় তিনজন ও পরোয়ানাভুক্ত একজন আসামি রয়েছেন।
শনিবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান।