বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের সভাপতি এস এম পবিত্র আল ইবাদত বলেছেন, জনগণ অচিরেই নির্বাচন চায়। গণতন্ত্র বাঁচিয়ে রাখতেই অবাধ সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। জাতীয় সংসদ নির্বাচনের কোনো বিকল্প নেই।
গতকাল পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা নবী উল্লাহ নবী, লুৎফর রহমান, শাহজাহান সরকার, নজরুল ইসলাম বাবুল, মুরাদ পাটোয়ারী, মো. আবু তাহের, শফিকুর রহমান, ইলিয়াস মাহমুদ, মো. ইউসুফ, লিটন সরকার, এনামুল হক, তৌহিদ উদ্দিন মো. মান্নান, মো. হোসেন প্রমুখ।