অ্যাম্বুলেন্স নীতিমালা বাস্তবায়ন ও ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। গতকাল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধন করা হয়। বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক সমিতির ডাকে অনুষ্ঠিত মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন হুমায়ুন কবির, মনিরুল ইসলাম, আসিফ মাহমুদ, রাসেল অন্তু প্রমুখ।
বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক সমিতির সদস্য হুমায়ুন কবির বলেন, সেবা খাতের অ্যাম্বুলেন্সের আয়কর নেওয়া যাবে না, অ্যাম্বুলেন্সের জন্য জাতীয় নীতিমালা করা, উচ্চাদালতের সিদ্ধান্ত বাস্তবায়নে ফেরিসহ সব ধরনের টোল ফ্রি করে দেওয়া, হাসপাতালের সামনে পার্কিং করার সুবিধা, অ্যাম্বুলেন্স রোগী থাকলে দ্রুত গ্যাস দেওয়ার ব্যবস্থা এবং সড়কে সব ধরনের হয়রানি মুক্ত ফ্রিভাবে চলাচলের সুবিধার দাবিতে সারা দেশে এক সঙ্গে কর্মসূচি পালন করা হয়েছে। আমাদের দাবি বাস্তবায়নে প্রশাসনের সব দপ্তরে চিঠি দেওয়া হবে। আগামী ১২ এপ্রিলের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে ধর্মঘট করা হবে।