ঝালকাঠির নলছিটিতে বসতঘরের পেছনের বাগানের রেইনট্রি গাছে এক রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার মগড় ইউনিয়নের রায়াপুর এলাকা থেকে মা রুবি বেগম (৫০) ও ছেলে আসাদের (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। রুবি বেগম ওই গ্রামের আবু হানিফ মাঝির প্রথম স্ত্রী ও আসাদ তার ছেলে। পার্শ্ববর্তী বাড়ির একটি মেয়ের সঙ্গে আসাদের প্রেমের সম্পর্ক নিয়ে তাদের পরিবারে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরেই এই আত্মহত্যা ঘটতে পারে বলে জানিয়েছেন পুলিশ।
নলছিটি থানার ওসি আবদুস সালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের পেছনের একটি রেইনট্রি গাছে একই রশিতে মা ও ছেলের লাশ ঝুলতে দেখে তাদের উদ্ধার করা হয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা দুজনে আত্মহত্যা করেছেন। কিন্তু মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।