ফিলিস্তিনি শিশুসহ মুসলিমদের ওপর ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে দিনাজপুরে শিশুরা রাস্তায় নেমেছে।
সোমবার আলিফ ইন্টারন্যাশনাল মাদরাসার শিশু শিক্ষার্থীরা বইপত্র ও লেখাপড়া বন্ধ করে দিয়ে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি শিশুসহ মুসলিমদের রক্ষার জন্য রাস্তায় নেমে প্রতিবাদ জানায়।
তারা জাতিসংঘের কাছে আবেদন আবেদন জানায় ইসরায়েলকে সন্ত্রাসী দেশ হিসেবে ঘোষণা করে হত্যা ও নির্যাতন থেকে শিশুসহ সকল মুসলিমদের রক্ষা করার।
এ সময় বক্তব্য রাখেন ওই মাদরাসার অধ্যক্ষ সাদাকাত আলী খানা, অ্যাডমিন ইনচার্জ মু. কামরুজ্জামান, পরিচালক কামরুল হাসান রাসেল, সমন্বয়ক মাহবুবুর রহমান, শিক্ষার্থী শোয়েব আল রিদান, আব্দুল্লাহ আল নাজাত ও মাহমুদুল হাসান।
দোয়া পরিচালনা করেন শিক্ষক হাফেজ মাওলানা আরিফুল ইসলাম।
বিডি প্রতিদিন/কেএ