চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি কারখানার শ্রমিকরা। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সিইপিজেডের প্রবেশপথে তারা বিক্ষোভ শুরু করেন।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে সেনাবাহিনী, পুলিশ, শিল্প পুলিশের সদস্যরা গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।
চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সোলায়মান জানিয়েছেন, কারখানার নিয়ম না মানায় কিছু শ্রমিককে ছাঁটাই করা হয়। পরে তাদের বেতনও দিয়ে দেওয়া হয়েছে। এরপরও শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে।
এদিকে, শ্রমিকদের অভিযোগ, যারা তাদের প্রতিনিধি হিসেবে কর্তৃপক্ষের সাথে দাবি-দাওয়া নিয়ে কথা বলতেন, তাদেরকেই ছাঁটাই করে দেওয়া হয়েছে। এই অন্যায়ের প্রতিবাদ জানাতে তারা তিন দিন ধরে বিক্ষোভ করলেও মালিকপক্ষ সাড়া দিচ্ছে না।
জানা গেছে, গত ৩০ মার্চ কারখানাটির ৪০ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। এরপর থেকে তাদের চাকরিতে পুনর্বহালের দাবিতে অন্য শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। গত রবিবার (৬ এপ্রিল) বিকেলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে নোটিশ দেয় কর্তৃপক্ষ। সোমবার সকালে শ্রমিকরা কারখানা বন্ধ দেখে আবারও বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের বিক্ষোভের কারণে সৃষ্ট যানজটে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
বিডি প্রতিদিন/এমআই