গাজায় চলমান ইসরায়েলি বর্বরোচিত হামলা এবং মানবতাবিরোধী গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে ভাইস-চ্যান্সেলর উপস্থিত হয়ে ফিলিস্তিনি জনগণের প্রতি একাত্মতা প্রকাশ করেন। তিনি বলেন, ইহুদিবাদীরা গাজা তথা ফিলিস্তিনের উপর যে গণহত্যা চালিয়ে যাচ্ছে তার প্রতিবাদে আজ এখানে দাঁড়িয়েছি।
উক্ত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড.এম. জাহাঙ্গীর কবির, এগ্রিকালচার অনুষদের ডিন ও রিজেন্ট বোর্ডের সদস্য প্রফেসর ড. মোঃ মনিরুজ্জামান বাহাদুর, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, রিজেন্ট বোর্ডের সদস্য ও সিপিই বিভাগের প্রফেসর ড. মো. আবু হাসান, জিপিবি বিভাগের প্রফেসর ড. মো. হাসানুজ্জামান, আইআরটি’র পরিচালক প্রফেসর ড. আলমগীর হোসেন, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস.এম. এমদাদুল হাসান অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/নাজমুল