গাজায় ইসরায়েলের বর্বোরোচিত হামলার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। সোমবার সকাল ১১টার দিকে শহরের শহিদ চত্বরে এই বিক্ষোভ শুরু হয়। এর আগে পাবনা জিলা স্কুল, সরকারি এডওয়ার্ড কলেজ ও নার্সিং ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহিদ চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা।
এর সাথে যোগ দেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষও। বিক্ষোভে বৈষম্যবিরোধী ছাত্র নেতা ও বিভিন্ন ছাত্র রাজনৈতিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।
এ সময় বক্তারা বলেন, গাজায় দীর্ঘ ১৮ মাস ধরে থেমে থেমে হামলা ও হত্যাকান্ড অব্যাহত রেখেছে বর্বর ইসরায়েলি বাহিনী, তারা অসংখ্য মানুষকে হত্যা করেছে। শিশু, চিকিৎসাকর্মী ও সাংবাদিক কোনোকিছুই বাদ দিচ্ছে না। গাজাকে একটি ধ্বংস নগরীতে রূপান্তরিত করা হয়েছে। আমরা বিশ্ব মুসলিমের অংশ হিসেবে এর তীব্র প্রতিবাদ জানাই।
বিডি প্রতিদিন/নাজমুল