গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, আমাদের পূর্বের প্রজন্মরা যা কিছু করেছে তার ওপরে বর্তমানটা দাঁড়িয়ে আছে। তাদের হাত ধরতেই আমরা ইতিহাস পড়ি। আমরা যত বেশি পড়ব তত বেশি আমাদের দৃষ্টিশক্তি বাড়তে থাকে। এটি হলো শিক্ষার কাজ। শিক্ষা মানে একমাত্র ডিগ্রি নয়। শিক্ষা মানে আত্মার ভিতরে সত্যিকার অর্থে বিবেকবোধের জন্ম নেওয়া। মনে রাখতে শিক্ষা রাষ্ট্রের সঙ্গে যাবে, সমাজের হাতে থাকবে। তাই আপনাদের স্বপ্নের সমান হতে হবে। সেই স্বীকৃতি অর্জনের ধাপে দাঁড়িয়ে আছেন আজ।
গতকাল ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি ডিটি একাডেমির ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান।
বক্তব্য রাখেন গণসংহতির বাঞ্ছারামপুর শাখার সমন্বয়কারী শামীম আহমেদ, একাডেমির প্রধান শিক্ষক মঞ্জুর আহমেদ, যুক্তরাজ্য শাখা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম সম্পাদক ব্যারিস্টার নাসের খান অপু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল আউয়াল প্রমুখ।