ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু বলেছেন, দীর্ঘ ১৬ বছর পর ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের নেতা-কর্মীরা ঈদ উদ্যাপন করেছে। এক মাসের সংগ্রামে ফ্যাসিস্টমুক্ত হয়নি। ১৬ বছর সংগ্রাম, জেল, জুলুম, অত্যাচার, মামলা, হামলার মধ্য দিয়ে আমাদের নেতা-কর্মীদের টিকতে হয়েছে। এখন নেতা-কর্মীর অভাব নেই। নব্য বিএনপি থেকে সাবধান। তারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে টাকা এনেছে। আওয়ামী লীগের সঙ্গে ব্যবসাবাণিজ্য করছে। গতকাল দুপুরে ফেনী পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউছুপ মাহফুজের (কমিশনার) সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ১৬ বছর পরে প্রকাশ্যে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মিলিত হতে পেরে নেতা-কর্মীদের আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।
পৌর বিএনপির আহ্বায়ক সদস্যসচিব মাহবুবুল হক মজুমদার সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব ইব্রাহিম খলিল মনি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মজুমদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল আলিম মাকসুদ, রোকন উদ্দিন ভূঁইয়া লিটন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ আজম চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক মোস্তফা খোকন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের লিটন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব তারেক হোসেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিসফাকুস সামাদ রনি প্রমুখ।