চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ছেলের দায়ের কোপে আহত মা জুলেখা খাতুন (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার সকালে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে, গত শুক্রবার রাতে নগরীর আরেক হাসপাতালে মারা যান জুলেখার ছোট ছেলে মো. মাসুম (৩৫)। তারা ফটিকছড়ির পশ্চিম ভুজপুর গ্রামের বাসিন্দা।
ভুজপুর থানার ওসি মাহবুবুল হক জানান, গত বৃহস্পতিবার সকালে ভুজপুর ইউনিয়নের ফকিরাবন এলাকার ভোলা মিয়ার বাড়িতে ছোট ভাই মাসুম ও মা জুলেখা খাতুনকে তুচ্ছ ঘটনার জেরে দা দিয়ে কুপিয়ে জখম করে বড় ছেলে মো. ইয়াছিন।
পরদিন ছোট ছেলে মাসুম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ (রবিবার) মা-ও মারা গেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ইয়াছিন পলাতক রয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে পুলিশ বিষয়টি গুরত্বের সাথে নজর রেখেছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই