জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আনুষ্ঠানিক বৈঠক আজ। সোমবার (০৭ এপ্রিল) বিকেল ৩টায় জাতীয় সংসদের এলডি হলে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক (প্রচার বিভাগ) আনোয়ার সাদাত টুটুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এবি পার্টির পক্ষ থেকে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে ১০ সদস্যদের প্রতিনিধিদলকে ইতোমধ্যে সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রিয়াজসহ অন্য সদস্যরা এ সভায় উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, ৫টি সংস্কার কমিশনের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের মধ্যে ১০৮টি বিষয়ে একমত পোষণ করে গত ১৭ মার্চ জাতীয় ঐকমত্য কমিশনের কাছে নিজেদের মতামত দিয়েছে এবি পার্টি। এতে ৩২টি সুপারিশের বিষয়ে দ্বিমত এবং ২৬টি বিষয়ে আংশিক একমত জানিয়ে লিখিত মতামত কমিশনের কাছে জমা দিয়েছিল তারা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন