মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্কনীতিতে তোলপাড় বিশ্ব। বিনা মেঘে বজ্রপাতের আঘাত লেগেছে দেশে দেশে। বিশ্ববাজারে অস্থিরতা। প্রভাব পড়েছে শেয়ার-তেল-সোনার বাজারে। ট্রাম্পের আকস্মিক শুল্ক বৃদ্ধিতে বৈশ্বিক অর্থনীতি টালমাটাল। জোর ধাক্কা লেগেছে পুঁজিবাজারে। বিশ্বের ২৫ শীর্ষ ধনী এক দিনে প্রায় ২১ হাজার কোটি ডলারের সম্পদ হারিয়েছেন। খোদ মার্কিন শেয়ারবাজারে তালিকাভুক্ত বিশ্বসেরা ৫০০ কোম্পানির বাজারমূল্য দুই দিনে ৫ লাখ কোটি ডলার কমে গেছে। মন্দার সতর্কবার্তা দিয়েছে বিভিন্ন সংস্থা। বাংলাদেশি পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক বাড়িয়ে ৩৭ করা হয়েছে। বাংলাদেশ বছরে ৮০০ কোটি ডলারেরও বেশি মূল্যের পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করে। যার ৯০ শতাংশই তৈরি পোশাক। বর্ধিত শুল্কে এই শ্রমঘন শিল্পে ধস নামতে পারে। অশনিসংকেত ডেকে আনতে পারে শ্রমক্ষেত্র ও অর্থনীতিতে। এজন্যই বিষয়টি নিয়ে মাথাব্যথা। শনিবার রাতে উপদেষ্টা, শীর্ষ বিশেষজ্ঞ ও কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে সিদ্ধান্ত হয়, বিষয়টি নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন প্রধান উপদেষ্টা নিজেই। বিশ্বব্যাপী তাঁর মর্যাদা আর গ্রহণযোগ্যতার অস্ত্রটা এ ক্ষেত্রে জটিলতার জট কাটতে কাজে লাগবে বলে আশা সবার। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য-ঘাটতি কমানোর পদক্ষেপ নেবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র থেকে তুলা, শিল্পপণ্য, জ্বালানি আমদানি করা হয়। শুল্কের বাইরে কিছু বাণিজ্যবাধা আছে। আশা করা হচ্ছে, সেগুলো দূর করার মাধ্যমে বিভিন্ন পণ্যের বাণিজ্য বৃদ্ধি পাবে। ঘাটতি হ্রাস হবে এবং তার ভিত্তিতে যৌক্তিকভাবেই বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক পুনর্বিবেচনার দাবি জানানো যাবে। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে গ্যাস টারবাইন, চিকিৎসাসামগ্রীসহ কিছু পণ্য আমদানিতে ৫০ শতাংশ শুল্ক ছাড়ের প্রস্তাব দেওয়ার চিন্তা করছে বাংলাদেশ। যেসব পণ্যে ইতোমধ্যেই শুল্ক নেই, সেগুলো বিনা শুল্কেই আমদানি অব্যাহত রাখার চিন্তাও আছে। সেই সঙ্গে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে তিন মাস বর্ধিত শুল্ক স্থগিত রাখার আহ্বান জানানো হতে পারে। বাংলাদেশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টিকে বিবেচনায় নিয়ে উচ্চপর্যায়ের জরুরি বৈঠকে করণীয় নির্ধারণ করেছে। কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। এসবের পর্যায়ক্রমিক বাস্তবায়নে, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য-ঘাটতি হ্রাস এবং পারস্পরিক শুল্ক সমন্বয়ের মাধ্যমে, উভয় পক্ষের জন্য সন্তোষজনক ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে বলে আশা করা যায়।
শিরোনাম
- রাতে সিঙ্গাপুর যাচ্ছেন তামিম ইকবাল
- ১২ এপ্রিল 'মার্চ ফর গাজায়' অংশ নেওয়ার আহ্বান মাহমুদউল্লাহর
- ফেসবুকে এনআইডি সেবার নামে প্রতারণা, সতর্ক করল ইসি
- কেইপিজেড ও অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগ পরিবেশের ধারণা নিলেন ৭০ বিদেশি বিনিয়োগকারী
- স্বাধীনতা কনসার্টের তারিখ পরিবর্তন
- 'গাজায় গণহত্যার বিরুদ্ধে বিশ্ব বিবেককে একসঙ্গে দাঁড়াতে হবে'
- ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলে সর্তকতা জারি
- ইংল্যান্ডের নতুন অধিনায়ক হ্যারি ব্রুক
- অতিরিক্ত ভাড়া আদায় : জয়পুরহাটে ৩ পরিবহনকে জরিমানা
- নারায়ণগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
- বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কর্মী নিহত, সাবেক এমপিসহ ৮ নেতা বহিষ্কার
- গাজায় হামলার তীব্র নিন্দা ও সামরিক অভিযান বন্ধের আহ্বান বাংলাদেশের
- ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ
- শুল্কারোপ ইস্যুতে ট্রাম্পকে ড. ইউনূসের চিঠি
- ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’র সঙ্গে সংহতি জানিয়ে ইবিতে বিক্ষোভ
- অবশেষে চালু হলো কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল
- নড়াইলের হত্যা মামলার দুই আসামি যশোরে গ্রেফতার
- যুব মহিলা লীগ নেত্রী মিশু ও ইতি ৩ দিনের রিমান্ডে
- ১৩০ রান তাড়ায় তামিমের দুর্দান্ত সেঞ্চুরি
- ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ঝিনাইদহে মানববন্ধন ও সমাবেশ