প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব অর্পণ করা হয়েছে। বিমসটেক বঙ্গোপসাগরের তীরবর্তী দেশগুলোর আঞ্চলিক গ্রুপ। এ গ্রুপের যথেষ্ট সক্ষমতা থাকার কথা থাকলেও দুই দশকেও তা অর্জিত হয়নি। ড. ইউনূস নেতৃত্ব গ্রহণের পর সংগঠনটি সক্রিয় করার ব্যাপারে বিশেষ জোর দেবেন এমনটিই আশা করা যায়। এ অঞ্চলের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি, আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ আঞ্চলিক সংগঠনগুলো কার্যকর করার কথা বলে আসছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই। বৃহস্পতিবার ব্যাংককে বিমসটেক ইয়ং জেনারেশন ফোরামে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি নিজে মাত্র এক ডলার ঋণ দিয়ে কীভাবে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন, সে কাহিনিও তুলে ধরেন। তরুণদের উদ্দেশে বলেন, এ প্রজন্মের তরুণরা পৃথিবীর যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী। তরুণরা চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে পারলেই কেবল টেকসই উন্নয়ন সম্ভব হবে। এজন্য শুরুতে ক্ষুদ্রপরিসরে ব্যবসা চালু করা যেতে পারে। রাতারাতি সবকিছু পরিবর্তন করা যাবে না। তাই ছোট পরিসরে শুরু করে পরিবর্তনের সূচনা করা ভালো। শুরুতে বড় পরিসরে ব্যবসা চালু করাকে ভুলপথ বলে অভিহিত করেন তিনি। সবার জন্য টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তরুণদের সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান জানান বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা। বলেন, বিমসটেকে এটি তাঁর প্রথম বৈঠক। আর এর শুরুটাই হয়েছে তরুণদের সঙ্গে সাক্ষাৎ করে। তিনি তরুণদের কাছ থেকে অনুপ্রেরণা নেওয়ার চেষ্টা করেন এবং তা তাঁকে তরুণদের চোখে দেখা পথে চলতে সহায়তা করে। বিমসটেকে তাঁর যাত্রা তরুণদের মাধ্যমে শুরু হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। বিমসটেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ বঙ্গোপসাগরীয় এলাকার মানুষের কল্যাণে পারস্পরিক সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে পারবে, এটি একান্তই প্রত্যাশিত।
শিরোনাম
- সেচ পাম্পে গোসল করতে যাওয়ায় কিশোরকে পিটিয়ে হত্যা
- আওয়ামী লীগের টাকার লোভে না পড়তে দলীয় নেতাদের হুঁশিয়ারি শামা ওবায়েদের
- ফ্যাসিবাদ পুনর্বাসনের প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না : গোলাম পরওয়ার
- কালশী ফ্লাইওভারে গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই যুবক নিহত
- মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত
- দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
- হাসিনার এক মন্তব্যে সংকটে মাদারগঞ্জের সমবায় সমিতি
- এখনো ফাঁকা বন্দরনগরী
- ৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
- ঐশ্বরিয়া আমার মেয়ে নয়, কেবল ছেলের বউ : জয়া বচ্চন
- মাদকসহ এয়ারপোর্টে আটক কানাডার অধিনায়ক
- ‘প্রয়োজনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপি’
- ট্রাম্পের শুল্ক বৃদ্ধিতে আইফোনের দাম হতে পারে ৩ লাখ টাকা
- পর্দায় নয়, এবার সত্যিই বিয়ে করলেন শামীম হাসান সরকার
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
- বগুড়ার কথিত মিনি জাফলং: স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীর প্রাণহানি
- তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনা, একজন নিহত
- তুরস্ক–গ্রিস উপকূলে পৃথক নৌকাডুবিতে ১৬ জনের প্রাণহানি
- দুর্নীতি দমনে বাংলাদেশ-থাইল্যান্ড চুক্তি স্বাক্ষর
- রড ও কাঠ দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর, স্বামী গ্রেফতার
সামাজিক ব্যবসা
টেকসই উন্নয়নের পথ দেখাবে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর