কুড়িগ্রামের রৌমারীতে কুখ্যাত খুনি ডাকাত সর্দার আজাদ গ্রেফতার। উপজেলাধীন যাদুরচর ইউনিয়নের ধনারচর গ্রামের মঞ্জিল হোসেনের পুত্র আজাদ (৪০) একজন দুধর্ষ ডাকাত সর্দার। নিজ এলাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলায় ছিনতাই, খুন ও ডাকাতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সে দীর্ঘদিন ধরে তার নিজস্ব বাহিনী দিয়ে এসব ঘটনা ঘটিয়ে আসছে বলে এলাকাবাসি জানান। এর আগে সে খুন ও ডাকাতি মামলায় গ্রেফতার হলেও জামিনে বাহির হয়ে দাপটের সাথে তান্ডব চালিয়ে যাচ্ছে। সে ওই অঞ্চলের গডফাদারদের ছত্রছায়ায় দাপটের সাথে থাকেন বলে জানা গেছে।
আজ শনিবার বেলা ৩টায় যাদুরচর চৌরাস্তায় গোলাবাড়ী গ্রামের লিটন ও লিংকন দুই ভাই তার আবাদি জমিতে গেলে সেখানে খুনি আজাদের সাথে দেখা হয়। এমন সময় আজাদ, মোশারফ হোসেন লিটন ও লিংকনকে দেখে রামদা হাতে নিয়ে তাদের হত্যার হুমকি দেয়। এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে সচেতন জনতা আজাদকে ঘেরাও দিয়ে ধরে ফেলে এবং মারধর করে থানা পুলিশের হাতে সোর্পদ করে।
বিষয়টি নিয়ে রৌমারী থানা পুলিশ জানান, আজাদের বিরুদ্ধে জামালপুর থানায় ১টি রৌমারী থানায় অপহরণ হত্যা, মাদকসহ ৪টি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
বিডি প্রতিদিন/ ৩১ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১৭