টেকনাফে পৃথক অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।
টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটলিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আবু জার আল জাহিদ জানান, আজ সকাল সাড়ে ৯ টার দিকে বিজিবি জওয়ানরা নয়াপাড়া থেকে একটি ইয়াবার চালানের গোপন সংবাদে একটি ইজি বাইকে অভিযান চালায়। এ সময় দুই ব্যক্তিকে সন্দেহ হলে তাদের শরীরে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১০ হাজার ৭৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তাদের আটক করা হয়।
এরা হলেন, টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়া এলাকার মৃত মোঃ শফির ছেলে নেওয়াজ শরীফ (২৮) ও টেকনাফ সদরের শীলবনিয়াপাড়া এলাকার নূরুল আলমের ছেলে আব্দুর রাজ্জাক (১৮)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ ৪০ হাজার ৭শ' টাকা বলে জানা গেছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করে মাদক আইনের মামলা করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।
এছাড়া গত শুক্রবার রাতে সাবরাং বিওপি চৌকির হাবিলদার সোলেমান কবিরের নেতৃত্বে জওয়ানরা সাবরাং কাটাবনিয়া এলাকা দিয়ে একটি ইয়াবার চালান আসার গোপন সংবাদে সাবরাং কাটাবনিয়া রাস্তার পাশে অবস্থান নেয়। এসময় ওই রাস্তা দিয়ে কয়েকজন লোক আসার পথে বিজিবির উপস্থিতি টের পেয়ে অন্ধাকারের দিকে দৌড়ে পালিয়ে গেলে বিজিবিও তাকে ধাওয়া করলে একটি ব্যাগ ফেলে বাগানের দিকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে বিজিবি সেখানে তল্লাশি চালিয়ে ইয়াবার একটি ব্যাগ উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যাগ থেকে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।
এছাড়া এসব ইয়াবা ব্যাটলিয়ান সদরে জমা রাখা হয়েছে এবং পরে উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সংশ্লিষ্টদের উপস্থিতিতে তা ধ্বংস করা হবে বলেও বিজিবি সূত্রে জানা গেছে।
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৬/হিমেল