২০১৬ সালকে বিদায় জানাতে ও নতুন বছর ২০১৭ সালকে বরণ করতে পর্যটন কেন্দ্র সমুদ্র সৈকত কুয়াকাটায় পর্যটকদের ঢল নেমেছে। থার্টি ফার্স্ট নাইট উদ্যাপন উপলক্ষে শনিবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে বাস, মাইক্রো, প্রাইভেটকার, লঞ্চ ও মোটর সাইকেলযোগে বিভিন্ন বয়সের ছেলে-মেয়েরা সৈকতে জড়ো হয়েছেন। রাত ১২টা ১ মিনিটে সৈকতে পর্যটকরা আনন্দ উল্লাস করে নুতন বছরকে স্বাগত জানাবেন। সৈকতের কাছাকাছি সব হোটেল মোটেল বুকিং হয়ে গেছে। এলাকার বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ টহল জোরদার করা হয়েছে।
ঢাকার মোহাম্মাদপুর থেকে আসা সারমিন আক্তার সুইটি জানান, দু’দিন আগে আমরা কুয়াকাটা এসেছি। এটি দেখার মত সুন্দর একটি স্থান। এখানেই তারা থার্টি ফার্স্ট নাইট উদ্যাপন করবেন বলে জানান।
কুয়াকাটা ইলিশ পার্কের ব্যাবস্থাপনা পরিচালক রুমান ইমতিয়াজ তুষার জানান, বছরকে বিদায় জানাতে দেশ বিদেশের পর্যটকরা সৈকতে জমায়েত হয়েছেন। গত বছরের এই দিনে ইলিশ পার্কটি সৃষ্টি হয়েছে। তাই আমাদের পার্কের ভিতরে কেক কাটা বর্ষপূর্তির আয়োজন করেছি। এছাড়া পর্যটকদের জন্য বিশেষ ছাড় রয়েছে বলেও তিনি জানান।
ট্যুরিস্ট পুলিশ ইনচার্জ এ এস পি ফসিউর রহমান জানান, থার্টি ফার্স্ট নাইট উদ্যাপনে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটক এখানে এসেছে। তিনি বলেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও সেবা নিশ্চিতের জন্য ট্যুরিস্ট পুলিশ প্রস্তুত রয়েছে।
বিডি-প্রতিদিন/ ৩১ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ