আগামীকাল রবিবার থেকে আবারও আন্দোলনে নামছেন ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের শিক্ষকরা। আজ শনিবার দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে টানা ১৫ দিনের আন্দোলন কর্মসূচির ঘোষণা দিয়েছে ফুলবাড়িয়া কলেজ সরকারিকরণ দাবি আদায় কমিটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কলেজ সরকারিকরণ দাবি আদায় কমিটি আহ্বায়ক এস এম আবুল হাশেম জানান, গত ৩০ নভেম্বর কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় এমপি এডভোকেট মোসলেম উদ্দিন ও কলেজ অধ্যক্ষ নাসির উদ্দিন খানের পদত্যাগ করার সিদ্ধান্তে ধর্মমন্ত্রীর আশ্বাসে আন্দোলন এক মাস স্থগিত রাখা হয়।
তিনি অভিযোগ করে বলেন, পরিচালনা কমিটির সভাপতির পদ থেকে এমপি পদত্যাগ করলেও অধ্যক্ষ পদত্যাগ না করায় এবং সরকারীকরণের কোন অগ্রগতি না হওয়ায় আজ থেকে লাগাতার ১৫দিন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হলো। আন্দোলনের মধ্যে বিক্ষোভ মিছিল, মুখে কালো কাপড় বেঁধে মিছিল, মাথায় কাফনের কাপড় বেঁধে মিছিল উল্লেখযোগ্য।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রাণী বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মো. ইউনূস আলী, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ওবায়দুল হকসহ প্রমুখ।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর কলেজ সরকারী করণের দাবিতে পুলিশের লাঠি পেটায় কলেজ শিক্ষক আবুল কালাম আজাদ (৫০) ও পথচারী সফর আলী (৭০) নিহত হয়।
বিডি-প্রতিদিন/ ৩১ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ