লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজের একদিন পর নবেজ উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার দুপুরে উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বৃদ্ধ নবেজ উদ্দিন ওই গ্রামের বাসিন্দা ও স্কুল শিক্ষক আনোয়ার হোসেনের বাবা।
স্থানীয়রা জানান, নবেজ উদ্দিনের সম্পত্তি নিয়ে দুই স্ত্রী ও সস্তানের মাঝে বেশ কিছু দিন ধরে বিবাদ চলে আসছে। শুক্রবার সকালে হঠাৎ নিখোঁজ হন নবেজ উদ্দিন। এরপর আজ দুপুরে তার লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হরেশ্বর রায় ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৬/হিমেল