নোয়াখালীতে বার্ষিক ফলাফল, পিএসসি ও জেএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে নোয়াখালী জেলা শহরের গোল্ডেন টাইম মডেল স্কুল এন্ড কলেজে আয়োজিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো.মমিনুল হক।
অনুষ্ঠানে গোল্ডেন টাইম মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো.ইব্রাহিম ছারওয়ারের স্বাগত বক্তব্য শেষে বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা শিক্ষা অফিসার মো.আজিজুল হক।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক আকবর হোসেন সোহাগ, সাংবাদিক মোহাম্মদ সোহেল, অভিবাবক মো.জহির উদ্দিন, শিক্ষক কামরুন কুসুম প্রমুখ।
পরে ২০১৬ সালের বার্ষিক ফলাফল, পিএসসি ও জেএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৬/হিমেল