২০১৭ সালে নতুন বছরের প্রথম দিনেই বরিশাল বিভাগের প্রাথমিক ও মাধ্যমিক স্থরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা বিভাগ। নতুন বছরের প্রথম দিনেই বরিশাল বিভাগের ৬ জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে ১ কোটি ৫৭ লাখ ৬৬ হাজার ৪শ’ ৩৪টি নতুন বই।
এর মধ্যে মাধ্যমিক স্তরে বরিশাল বিভাগে ৯৮ লাখ ৫৫ হাজার ২৭৭টি এবং প্রাথমিক স্থরে বিভাগে ৫৯ লাখ ১১ হাজার ১৫৭টি বই দেয়া হচ্ছে। ইতিমধ্যে মাধ্যমিকে ৮৪ দশমিক ৬২ ভাগ এবং প্রাথমিকে ৯৭ ভাগ এসে পৌঁছেছে।
এদিকে দাখিল পর্যায়ে ৩৮ লাখ ৫৯ হাজার ১২৮টি এবং এবতেদায়ী স্তরে ১৮ লাখ ৫৮ হাজার ১৫৯ বই পাচ্ছে শিক্ষার্থীরা।
সব জেলার অধিকাংশ বই এসে পৌঁছেছে এবং বাকী বইও আজকের মধ্যে এসে পৌঁছানোর কথা জানিয়েছেন বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক এসএম ফারুক। নতুন বছরের প্রথম দিন অর্থাৎ আগামীকাল পহেলা জানুয়ারী ব্যাপক-উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বই উৎসব অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৬/হিমেল