কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকায় ট্রাকের ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কুমিল্লার তিতাস উপজেলার কালিপুর গ্রামের মো. সেলিম (৬৫) ও তার ছেলে গোলাম সারোয়ার (২৮)। সেলিম এ উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আওয়াল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানায়, সকালে রায়পুর এলাকায় কুমিল্লাগামী একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সেলিম ও তার ছেলে সারোয়ারকে ধাক্কা দিলে তারা রাস্তার পাশের পুকুরে পরে যান। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাদের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম