অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ ও পার্বত্য ভূমি বিরোধ কমিশন নিষ্পত্তির আইনের দ্রুত বাস্তবায়নসহ সাত দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চৌদ্দগ্রাম উপজেলা পূজা উদযাপন পরিষদ।
শনিবার সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে র্যালি ও অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা প্রমোদ রঞ্জন চক্রবর্তী।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নান্টু দেবনাথ, জেলা সাংগঠনিক সম্পাদক উত্তম সরকার, চৌদ্দগ্রাম উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনীল দেবনাথ, মাস্টার রুপম সেন, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নরেশ বনিক, সাধারণ সম্পাদক নকুল সাহা, পরিষদের নেতা দীলিপ দে, তপন সাহা, শংকর মজুমদার, নয়ন সাহা, নারায়ণ ভট্টাচার্য্য, বলরাম কর্মকার, গণেশ শীল প্রমুখ নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর, ২০১৬/ফারজানা