সাতক্ষীরার কলারোয়া উপজেলায় আজ দুপুর ১২টার দিকে ১০ কেজি রূপাসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। সাতক্ষীরা-যশোর সড়কের মুরারিকাটি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, সাতক্ষীরা সদর উপজেলার বাশদহা গ্রামের খলিলুর রহমান (৪০) ও সাতানী গ্রামের গোলাম নবী (৩০)।
সাতক্ষীরা ৩৮-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার