টোল ফ্রি সুবিধাসহ পাঁচ দফা দাবিতে অ্যাম্বুলেন্স র্যালি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে যশোর জেলা অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। গতকাল দুপুরে যশোর আড়াই শ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স র্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে যশোর প্রেস ক্লাবের সামনে গিয়ে মানববন্ধনসহ বিক্ষোভ কর্মসূচি পালন করেন অ্যাম্বুলেন্স মালিক ও চালকরা। মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন যশোর জেলা অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি আজাদ হোসেন, সহসভাপতি আবদুর রাজ্জাক ও শেখ হাফিজ উল্লাহ ও সাধারণ সম্পাদক হীরক হোসেন। অ্যাম্বুলেন্স চালকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে অ্যাম্বুলেন্স আয়করমুক্ত করা, বাণিজ্যিক রেজিস্ট্রেশন প্রদান, দেশের সব রাস্তা ও সেঁতুতে টোল ফ্রি করা, ৮ সিটের অ্যাম্বুলেন্স অনুমোদন ও সব হাসপাতালে অ্যাম্বুলেন্স পার্কিং সুবিধা নিশ্চিত করা।