গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান বিমান ও স্থল হামলার প্রতিবাদে মরক্কোর রাজধানী রাবাতে হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। গতকাল রবিবার অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং যুক্তরাষ্ট্রের সমর্থনের নিন্দা জানান।
গত কয়েক মাসের মধ্যে এটি মরক্কোয় অনুষ্ঠিত সবচেয়ে বড় বিক্ষোভগুলোর একটি। রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভকারীদের ঢল নামে। তারা ইসরায়েলের পতাকা পদদলিত করেন এবং হামলায় নিহত হামাস নেতাদের ছবি সম্বলিত ব্যানার বহন করেন। অনেকের হাতে ছিল বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ছবি সংবলিত পোস্টার, যেখানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিও যুক্ত ছিল।
গত মাসে গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল তীব্র হামলা শুরু করলে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হন এবং লক্ষাধিক মানুষ নতুন করে বাস্তুচ্যুত হন। মরক্কোর বিক্ষোভকারীরা এসব হামলার তীব্র নিন্দা জানান।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১ লাখ ১৫ হাজার মানুষ। এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে ইসরায়েলবিরোধী ও ফিলিস্তিনপন্থী বিক্ষোভ চলছে।
মরক্কোর বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, গাজায় ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের সমর্থন বর্বরতাকে উসকে দিচ্ছে। তাঁরা ট্রাম্পের সেই প্রস্তাবেরও নিন্দা জানান, যেখানে গাজা পুনর্গঠনের নামে ফিলিস্তিনিদের জোরপূর্বক উপত্যকা থেকে স্থানান্তরের কথা বলা হয়েছে। আরব দেশগুলোও এই পরিকল্পনাকে ‘জাতিগত নির্মূলের ছক’ হিসেবে বর্ণনা করেছে।
এ ছাড়া, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী ছাত্র আন্দোলনের ওপর দমন-পীড়নেরও নিন্দা জানান বিক্ষোভকারীরা। তাঁরা ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানান।
বিডি প্রতিদিন/নাজিম