গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ সমাবেশ করেছে সর্বস্তরের মানুষ। আজ সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে জড়ো হন কয়েক হাজার বিক্ষুব্দ জনতা।
এ সময় স্কুল কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ করে রাস্তায় নেমে আসে সর্বস্তরের মানুষ। পরে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ফরিদপুরের বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা ইসরায়েলি নৃসংসতার তীব্র প্রতিবাদ জানান।
সমাবেশ থেকে ফরিদপুরে সকল ইসরায়েলি পণ্য নিষিদ্ধ ঘোষণা করা হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম সমাজ, ছাত্র-জনতাসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।
বিডি প্রতিদিন/জামশেদ