শেরপুর সীমান্তে বালু ও মাদককারবারি ডন মাসুদ ওরফে বালু মাসুদকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (৫ এপ্রিল) রাতে তাকে গভীর জঙ্গল থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়।
মাসুদের গ্রেফতারের খবর ছড়িয়ে পরলে স্থানীয় ছাত্র-জনতা, স্বেচ্ছাসেবী সংগঠন ও পরিবেশবাদী সংগঠনের নেতাকর্মীরা তার শাস্তির দাবিতে মানববন্ধন করে।
মানববন্ধনে পরিবেশ বাদী ও বিএনপি নেতা ব্যারিস্টার শাহাদাত হোসেন জিকু বলেন, 'আমাদের শ্রীবরদী এই উপজেলায় কোন বালু মহাল নেই। সুতরাং এখান থেকে এক ইঞ্চি বালু উত্তোলন করলেও সেটা অবৈধ। বিগত হাসিনা সরকারের পতনের পর বালু খেকোরা পাগলের মতো বালু উত্তোলন শুরু করেছে। ২৪ ঘণ্টাই বালু তোলা হচ্ছে। এলাকার আদিবাসী সম্প্রদায়, বনের পরিবেশ জীব বৈচিত্র্যে ব্যাপক প্রভাব পড়েছে। আদিবাসীরা প্রতিবাদ করলে মেরে আহত করা হচ্ছে। এ বিষয়ে প্রশাসনে বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা