'তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন' প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) সকাল ১০টায় এ উপলক্ষ্যে পিরোজপুর সার্কিট হাউসের সামনে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমীনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল হাই মল্লিক, জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাইদুল্লাহ প্রমুখ।
এ সময় বক্তারা খেলাধুলার গুরুত্ব, মাদক ও অপরাধ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে ক্রীড়ার ভূমিকা এবং ক্রীড়াঙ্গনে অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।৷
বিডি প্রতিদিন/মুসা