সিরাজগঞ্জে তাড়াশে পানিতে ডুবে সুমাইয়া খাতুন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের দোবিলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু সুমাইয়া দোবিলা গ্রামের হযরত আলীর মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য রোকনুজ্জামান তালুকদার জানান, সকালে শিশু সুমাইয়া খাতুন বাড়ির পাশে খেলছিল। কোনো এক সময় সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি। অনেক খুঁজেও শিশুটিকে পাওয়া যায় না। পরে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধারের পর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায় নেমে এসেছে।
বিডি প্রতিদিন/মুসা