ঢাকার কেরানীগঞ্জে লাশের টুকরা নিয়ে টানাটানি করছিল কুকুর। পরে তা উদ্ধার করে পুলিশ। কুমিল্লায় কুড়াল দিয়ে কুপিয়ে এবং সিরাজগঞ্জে কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
কেরানীগঞ্জ : ঢাকার কেরানীগঞ্জে ফলের প্যাকিং বাক্সে পলিথিনে মোড়ানো অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের মালঞ্চ এলাকায় তিনটি বাক্স থেকে মানুষের শরীরের খন্ডিত এ অংশ উদ্ধার করা হয়।
পুলিশ জনায়, পলিথিনে মোড়ানো মানুষের শরীরের একাংশ নিয়ে টানাটানি করছিল কুকুর। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল বেলা ১১টার দিকে গিয়ে খন্ডিত দেহাবশেষ উদ্ধার করে। পুলিশের ধারণা, অন্য কোনো জায়গা থেকে খণ্ডিত দেহাবশেষ এনে এখানে ফেলে গেছে।
কুমিল্লা : তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের বড় গাজীপুর গ্রামে গতকাল মাদক নিয়ে দ্বন্দ্বে কুড়াল দিয়ে কুপিয়ে রুবেল (২৭) নামের এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। নিহত রুবেল একই এলাকার অলি মিয়ার ছেলে। আটকরা হলেন- একই এলাকার মোহাম্মদ আলী ওরফে সুন্দর আলী ও তার বাবা জয়নাল আবেদীন। তিতাস থানার ওসি মামুনুর রশিদ বলেন, স্থানীয় সূত্রে জেনেছি, তারা দুজনই মাদকসেবী।
সিরাজগঞ্জ : গতকাল বিকালে সিরাজগঞ্জ পৌর শহরের হোসেনপুরে ফেরিঘাট বালুর পয়েন্টে সেচ পাম্পে গোসল করতে চাওয়ায় আশিক (১৪) নামে এক কিশোরকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা আল আমিন ও ছেলে রিফাতের বিরুদ্ধে। নিহত আশিক হোসেনপুর ওয়াপদা বাঁধ এলাকার লাল হোসেনের ছেলে।