সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে চিরপ্রতিদ্বন্দ্বী আল-হিলালকে হারালো আল-নাসর। গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট আদায় করে লিগের লড়াইয়েও টিকে রইলো তারা। শুক্রবার (৪ এপ্রিল) রাতে আল-হিলালকে ৩-২ গোলে হারিয়েছে আল-নাসর।
আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু থেকেই জমে উঠে ম্যাচ। দ্বিতীয় মিনিটেই ডিফেন্ডারের নৈপুণ্যতায় গোল হজম থেকে রক্ষা পায় আল-নাসর। ২৬তম মিনিটে পেনাল্টি এরিয়ার কাছে বল পেয়েও জালে জড়াতে ব্যর্থ হন নাসরের জন ডুরান। শেষমেশ প্রথমার্ধের যোগ করা সময়ে গোলের দেখা পান রোনালদোরা। প্রতিপক্ষের মাঠে আল-নাসরকে লিড এনে দিয়েছিলেন আলি আলহাসান। কর্নার থেকে পাওয়া বল ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো ক্রসে জালে জড়ান মিডফিল্ডার আলহাসান।
বিরতি থেকে ফিরেই ব্যবধান বাড়িয়ে নেয় আল-নাসর। এবার গোল করেন রোনালদো। ডানপ্রান্ত ধরে আক্রমণে উঠে বক্সে ঢুকে পাস দেন সাদিও মানে। পেনাল্টি এরিয়ার সামনে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে জাল কাঁপান পর্তুগিজ বরপুত্র।
৬২তম মিনিটে একটি গোল শোধ করে আল-হিলাল। কর্নার থেকে আসা ক্রস বক্সে পেয়ে হেডে জালে জড়ান আলি আলবুলায়হি। তবে তারা সমতায় ফেরার সুযোগ পায়নি। উল্টো ৮৮তম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন রোনালদো।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ