চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের বিপক্ষে থিবো কোর্তোয়াকে পাওয়ার আশা করছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। তবে তার আগে লা লিগায় একটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। শনিবার ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে স্বাভাবিকভাবেই গোলপোস্ট সামলানোর কথা আন্দ্রি লুনিনের। কিন্তু সম্প্রতি চোট পাওয়া এই গোলকিপারকে নিয়েও ছিল কিছুটা শঙ্কা।
কোপা দেল রের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে আট গোলের রোমাঞ্চকর ম্যাচে লুনিনের কাফ মাসলে চোট লেগেছিল বলে জানিয়েছে স্পেনের সংবাদমাধ্যম। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কোচ আনচেলত্তি জানান, লুনিনকে নিয়ে রয়েছে সংশয়, তাকে পরীক্ষা করে দেখা হবে।
লুনিন অনুপযুক্ত হলে গোলপোস্টে দেখা যেতে পারে ১৯ বছর বয়সী তৃতীয় গোলকিপার ফ্রান গন্সালেসকে। আনচেলত্তি জানিয়ে দেন, “সে দুর্দান্ত গোলকিপার। একমাত্র সমস্যা, এখনও তরুণ। কিন্তু যদি তার সময় আসে, আমরা খুশিই হবো। কারণ, তার প্রতিভা নিয়ে আমাদের মনে কোনো সন্দেহ নেই।”
শেষ পর্যন্ত অবশ্য লুনিন পরীক্ষায় উতরে গেছেন এবং তাকে রেখেই স্কোয়াড ঘোষণা করেছেন আনচেলত্তি। তবে শেষ মুহূর্তে কিছু ঘটলে গন্সালেস যে প্রস্তুত, সেটিও নিশ্চিত করেছেন তিনি।
এদিকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে আগামী মঙ্গলবার আর্সেনালের মাঠে রিয়ালের মুখোমুখি হওয়ার কথা। ওই ম্যাচে কোর্তোয়ার ফেরা নিয়ে আশাবাদী আনচেলত্তি বলেন, “কোনো দুর্ভাবনা নেই, কোর্তোয়া এখন আগের চেয়ে অনেক ভালো আছে। আমাদের বিশ্বাস, মঙ্গলবার সে মাঠে নামতে পারবে।”
বিডি প্রতিদিন/নাজিম