কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ২০০ উইকেট শিকার করে এক অনন্য নজির গড়েছেন ক্যারিবীয় তারকা সুনীল নারিন। বৃহস্পতিবার হায়দরাবাদের বিপক্ষে ৪ ওভার বোলিং করে ৩০ রান দিয়ে এক উইকেট শিকার করেন তিনি। এতেই একই ক্লাবের জার্সিতে ২০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন নারিন। একই ক্লাবের জার্সিতে এমন রেকর্ড কেবল আর একজনের আছে। তিনি স্যামিট প্যাটেল। নটিংহ্যামশায়ারের হয়ে স্যামিট ২০৮ উইকেট শিকার করেছেন।
বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্স ৮০ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে হায়দরাবাদকে। আইপিএলে ৪ পয়েন্ট সংগ্রহ করে পাঁচ নম্বরে আছে দলটি।