প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজন করা তাঁর সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। নির্বাচনটি হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক। গতকাল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট (বিমসটেক)-এর শীর্ষ সম্মেলনে ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। ড. মুহাম্মদ ইউনূস বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধি পুনঃপ্রতিষ্ঠার জন্য বলিষ্ঠ ও সুদূরপ্রসারী সংস্কারের ব্যাপারে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সুশাসন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা আনতে প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়গুলোই আমাদের পরিকল্পিত সংস্কারের মূল লক্ষ্য। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হলেই আমরা একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করব। ড. ইউনূস বলেন, সরকার ইতোমধ্যে বিচারব্যবস্থা, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন ও সংবিধান সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করেছে। কমিশনগুলো তাদের সুপারিশ জমা দিয়েছে। সংস্কারের ব্যাপারে আমরা সাত সদস্যবিশিষ্ট একটি ‘জাতীয় ঐকমত্য কমিশন’ গঠন করেছি। এ ছাড়া গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম এবং নারী অধিকারসংক্রান্ত নীতিগত সুপারিশ দেওয়ার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার আরও চারটি কমিশন গঠন করেছে।
বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, ১৯৭১ সালে লাখ লাখ সাধারণ নারী-পুরুষ, শিশু ও যুবক একটি নৃশংস সেনাবাহিনীর নয় মাসব্যাপী গণহত্যায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিল। জনগণ একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সংগত ও স্বাধীন সমাজের স্বপ্ন দেখেছিল। দুঃখজনকভাবে, গত ১৫ বছরে আমাদের জনগণ বিশেষ করে যুবসমাজ, ক্রমাগত তাদের অধিকার ও স্বাধীনতা সংকুচিত হতে দেখেছে। ফলে তারা গণজাগরণের মাধ্যমে একটি নৃশংস স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে। কিন্তু স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রায় ২ হাজার নিরীহ মানুষ, যাদের বেশির ভাগই তরুণ এবং ১১৮ শিশু প্রাণ হারিয়েছে। গণজাগরণে নেতৃত্বদানকারী ছাত্রনেতারা তাঁকে অনুরোধ করেছিলেন এ সংকটময় মুহূর্তে দেশ পরিচালনার দায়িত্ব নিতে। জনগণের স্বার্থে এ দায়িত্ব গ্রহণে তিনি সম্মত হন। দেশ পুনর্গঠনের এ মুহূর্তে ধর্মবর্ণলিঙ্গনির্বিশেষে প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে অবিচল কাজ চালিয়ে যাবেন বলে জানান প্রধান উপদেষ্টা।
প্রদত্ত ভাষণে অধ্যাপক ইউনূস বিমসটেকের জন্য চারটি অ্যাজেন্ডা প্রস্তাব করেন। তিনি যুবসমাজের শক্তি কাজে লাগানোর পরামর্শ দেন। এ ছাড়া কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিশেষ করে এ অঞ্চলের বিশাল ক্ষুদ্র জনগোষ্ঠীর সঙ্গে সংযোগ স্থাপনকারী কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সম্পর্কিত ‘৪ আইআর’ সরঞ্জাম এবং অ্যাপ্লিকেশনগুলো নিয়ে আরও অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ গ্রহণের প্রস্তাব করেন। তিনি এমন একটি ইকোসিস্টেম প্রতিষ্ঠারও প্রস্তাব করেন যেখানে সরকার ছাড়াও অন্য সংস্থাগুলো জনস্বাস্থ্য বা প্রাকৃতিক দুর্যোগ বা জলবায়ু অভিযোজন-জরুরি অবস্থা এবং চ্যালেঞ্জ মোকাবিলায় বিমসটেকের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে পারে।
অধ্যাপক ইউনূস মিয়ানমারের বাস্তুচ্যুতি বন্ধ করতে রাখাইন রাজ্যে মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য একটি মানবিক চ্যানেল স্থাপনের আহ্বান জানান। তিনি বলেন, দীর্ঘস্থায়ী রোহিঙ্গাসংকটের মীমাংসা না হলে পুরো অঞ্চলে অস্থিতিশীলতা তৈরির আশঙ্কা রয়েছে। তিনি বলেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে স্থায়ীভাবে প্রত্যাবর্তনের জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করতে মিয়ানমারের আরও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া উচিত। বিমসটেককে আরও কার্যকর ও শক্তিশালী করার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, বিমসটেক ২৮ বছরের সংস্থা হলেও এর প্রভাব এখনো সব সদস্য দেশে স্পষ্টভাবে অনুভূত হয়নি। কিছু দেশ দ্বিপক্ষীয়ভাবে অনেক কিছু অর্জন করেছে। তবে আঞ্চলিক অর্থনৈতিক একত্রীকরণ ও উন্নয়নের সুফল পেতে হলে যৌথ আঞ্চলিক উদ্যোগগুলো বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশ এ মাস্টারপ্ল্যান বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত। সংস্থাটিকে পুনর্জীবিত করতে আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধিসহ সম্মিলিত সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সদস্য দেশগুলোকে সহযোগিতার আহ্বান জানান তিনি।
বিমসটেকের দায়িত্ব নিলেন ড. ইউনূস : আগামী দুই বছরের জন্য বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেকের চেয়ারের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। গতকাল বিকালে থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে এ দায়িত্ব বুঝে নেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা ড. মুহাম্মদ ইউনূসের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন। দায়িত্ব গ্রহণের পর ড. ইউনূস তাঁর বক্তব্যে অন্তর্ভুক্তিমূলক ও কার্যকরী বিমসটেকের ওপর জোর দেন এবং আঞ্চলিক সহযোগিতা ও উন্নয়ন এগিয়ে নিতে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি আঞ্চলিক রাষ্ট্রগুলোর বিষয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকার উপস্থাপন করেন। বক্তব্যে প্রধান উপদেষ্টা মুক্ত বাজার বা এফটিএ সংক্রান্ত বিমসটেক ফ্রেমওয়ার্ক চুক্তি বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং আঞ্চলিক যোগাযোগ সম্পর্কিত বিমসটেক মাস্টারপ্ল্যান বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
ড. মুহাম্মদ ইউনূস মিয়ানমারের রাখাইন রাজ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠা ও বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমিতে প্রত্যাবর্তনের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করতে মিয়ানমারকে সম্পৃক্ত করার জন্য বিমসটেকভুক্ত রাষ্ট্রগুলোকে আরও দৃশ্যমান ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। এ সময় বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতারা সর্বসম্মতিক্রমে ব্যাংকক ঘোষণাপত্র এবং বিমসটেক ব্যাংকক ভিশন গ্রহণ করেন। এ কৌশলগত রোডম্যাপের লক্ষ্য সংগঠনটিকে টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক একীভূতকরণের দিকে পরিচালিত করা।
গতকাল শীর্ষ সম্মেলন শুরু হয় অংশগ্রহণকারী নেতাদের প্রতীকী গ্রুপ ছবির মাধ্যমে। এরপর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বিদায়ি বিমসটেক সভাপতি হিসেবে স্বাগত ভাষণ দেন। সম্মেলনে মিয়ানমার এবং থাইল্যান্ডে সাম্প্রতিক ভূমিকম্পে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং অন্য বিমসটেক নেতারা আঞ্চলিক সহযোগিতার বিষয়ে তাদের দেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরে বিবৃতি প্রদান করেন। গতকাল সকালে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস থাই বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের প্রাতরাশের বৈঠকে যোগ দেন। সেখানে বিমসটেক কাঠামোর মধ্যে দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় অংশীদারি জোরদার করার বিষয়ে আলোচনা হয়।